জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

রঙ্গহীন ভালবাসা

আমি জানি না কখন হবে ভোর...শিশিরের সব রঙ তো শুকিয়ে যেতে বসেছে, ডাহুক পাখি সারা রাত ভোরের জন্য আর্তনাদ করে ঘরে ফিরেছে সেই কখন...তবুও এখনও ভোর হলো না কেন? তাহলে কি বাংলার মায়ের সন্তানেরা ঘুমিয়ে আছে...না কি ঘুম তাদেরকে নিশ্চল করে ফেলেছে...১৬ কোটি বাঙ্গালীর বাঁচার তীব্র আর্তনাদ কি তাহলে এক নিমিষেই শেষ হয়ে যাবে????বাংলা মায়ের সন্তানেরা তো এত কাপুরুষ না...তাহলে কি হলো!!!ভোরের সূর্যের তপ্ত রোদ কি তাদের ঘুম ভাঙ্গাতে পারবে না...না কি আরোও নতুন দিনের অপেক্ষায় বসে থাকতে হবে। তারা কি আহাজারিত মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই না...না কি বদ্ধ ঘরের রুদ্ধতার মাঝে কান্নার আওয়াজ স্পর্শ করতে পারে না। আমরা তো জানি বাংলা মায়ের সন্তানেরা ভোরের শিশির দিয়ে স্ন্যান করতে ভালবাসে তাহলে আজ কি হলো তাদের? তারা কি তাহলে ভোরের হিম শীতল কুয়াশার মাঝে হারিয়ে যাওয়ার ভয়ে বসে আছে...

কোন মন্তব্য নেই: