জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

রাজনৈতিক দাসত্ব কিংবা প্রভুত্ব

রাজনীতি করা উত্তম কিন্তু তাই বলে রাজনৈতিক দাসত্ব কিংবা প্রভুত্ব শিকার করার কোন মানে হয় না। কেননা আমার কাছে রাজনৈতিক দাসত্ব আর প্রতিবন্ধীর মধ্যে ন্যুনতম পার্থক্য আছে বলে মনে হয় না। কিছু দিন এক বন্ধু একটা নির্দিষ্ট দলের সাপোর্টার হওয়ায় তার দলই ভাল বলে গীত গাইতে গাইতে যখন ক্লান্ত তখন তাকে অনেক বুঝানোর চেষ্টা করলাম এখন স্বাধীন চিন্তা করতে শেখ...কিন্তু কে শুনে কার কথা...ও যে রাজনৈতিক দাসত্ব শিকার হয়ে বসে আছে...যাকে আমি বলি রাজনৈতিক প্রতিবন্ধী...আমি মনে করি একজন শিক্ষিত মানুষের উচিত মুক্ত চিন্তায় উদ্দীপ্ত হওয়া কেননা মুক্ত চিন্তায় তার রাজনৈতিক বিবেক, বুদ্ধিকে আলোক দিপ্ত করে যা দিয়ে সে সুন্দর পৃথিবী সাজাতে পারবে। কিন্তু রাজনৈতিক দাসত্ব কিংবা রাজনৈতিক প্রতিবন্ধত্বতা যাই বলেন না কেন হয়ত সাময়িক আপনি মুখের জোরে জিতে আসতে পারবেন কিন্তু জীবনের বড় কিছু ক্ষেত্রে আপনাকে এমন ভাবে কাঁদাবে যখন চেয়ে দেখা ছাড়া আর কোন উপায় থাকবে না।

কোন মন্তব্য নেই: