জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩

জীবনের বাঁক


জীবনটা কখনই বড় না কিন্তু জীবনের গতি পথ যে অনেক বড় তা বোধ হয় প্রতিনিয়ত আমরা ভুলে যায়আজ এক বিন্দু শান্তির জন্য আমরা নাটোরের বনলতা সেনকে খুঁজে ফিরিএকটু সুখের জন্য নিজের বিত্তকে উপস্থাপন করার চেষ্টা করিএমন কি পাশের বাড়ির প্রতিবেশি ভাইটি কিংবা বোনটি আজ না খেয়ে ধুঁকে ধুঁকে জীবন যুদ্ধে হারিয়ে যাচ্ছে তা বা কয় জন খোঁজ রাখিহয়ত বলবেন আমার বয়ে গেছে খোঁজ রাখার জন্য...হ্যাঁ ঠিক আছে আমি মানছি...কিন্তু প্রতিবেশি ভাই কিংবা বোনের আর্তনাদ আহাকার যে আপনাকে এক বিন্দু শান্তি দিবে না...হয়ত বুঝতে পারছেন না কিংবা বুঝেও না বোঝার ভান ধরে বসে আছেন


সামনে ঈদ...হয়ত আপনি আপনার বিত্তকে উপস্থাপন করতে গিয়ে নিত্য নতুন পোশাক কিনতে কিনতে ক্লান্ত কিন্তু এক বার কি ভেবে দেখেছেন আপনার পাশের ভাই কিংবা বোনটি আজ দুইটা টাকার জন্য পথে পথে ভিক্ষা করে একটা নতুন পোশাক কেনার জন্যহ্যাঁ আমি বলছি পথ শিশুদের কথা...যাদের জন্মটাই আজন্ম পাপ হিসেবে মনে করা হয়...কেননা তাদের তো বিত্তকে উপস্থাপন করার সুযোগ নাই তাই আজ তাদের এক মাত্র সম্বল আপনার আমার কাছ থেকে দুইটা টাকাহয়ত আপনি বলবেন মাত্র দুইটা টাকা কিন্তু তাদের কাছে জানতে চান এই দুই টাকা দিয়ে তুমি কি করবে? সে সাথে সাথে যেন দুই হাত প্রসারিত করে বুঝাতে চাইবে এই সমস্ত পৃথিবীটাকে কিনবে মাত্র এই দুই টাকায়তাদের কাছে দুই টাকার অনুভূতি আর আপনার কাছে নাটোরের বনলতা সেন-এর কাছে দুই দন্ড শান্তির অনুভূতির মাঝে যোজন যোজন পার্থক্য থাকলেও হয়ত কালে ভদ্রে তা আমরা বুঝার চেষ্টা করি না...কেননা এতে যদি নিজের অহং ধুলোয় মিশে যায়

হয়ত কখনও এই সব পথ শিশুরা দুই হাত প্রসারিত করে বলে ভাইয়া বা আপু দুইটা টাকা দিবেন...আমরা হয়ত সহজেই অবজ্ঞা করি নিজের অহংকে প্রকাশ করার জন্য কিংবা পাশে যদি অতি আপন জন থাকে তাহলে তো কোন কথা নাইকিন্তু একবারের জন্যও ভেবেছেন এরাও মানুষ...এদের হয়ত অধিকার নাই আপনার আমার মত বিত্তকে উপস্থাপন করে ঈদ পালন করার কিন্তু আমাদের তো মিনিমাম ভদ্রতা আছে এদের পাশে দাঁড়ানোর...আমাদের অধিকার থেকে যদি বিন্দু মাত্র এদেরকে দিই তাহলে আমাদের যে খুব বেশি ক্ষতি হবে তা কিন্তু নয় বরং সারা জীবন মনের কাছে শান্তি পাওয়া যাবেআর আমি হলফ করে বলতে পারি আপনি এই সব পথ শিশুকে দুই টাকা দিলে যে শান্তি পাবেন তা হাজার চেষ্টা করেও সেই শান্তি নাটোরের বনলতা সেনের কাছে পাবেন নাকেননা নাটোরের বনলতা সেন আপনাকে বাহ্যিক শান্তি দিয়ে আপনাকে আরো তৃষ্ণার্থ করে তুলবে; কিন্তু মনের শান্তি যেইটা সেইটা একমাত্র পাবেন এই সব পথ শিশুদের দুইটা টাকা সাহায্য করার মধ্য দিয়ে

তাই আসুন কোন পথ শিশু দুই হাত বাড়িয়ে যদি কখনও মাত্র দুইটা টাকা চাই তাহলে তাকে বঞ্চিত না করে বরং তার হাতকে প্রসারিত করিকেননা তার হাত যত প্রসারিত হবে তত সুখ শান্তি আপনার জীবনে আসবে

কোন মন্তব্য নেই: