জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ১৪ মার্চ, ২০১৫

মানুষের চিন্তা ও বুদ্ধিজীবী

মানুষের চিন্তা গুলো সব সময় বুদ্ধিবৃত্তিক হলেও তা ব্যবহারের উপর নির্ভর করে সে আসলে কত দূর যাবে। কিন্তু আমাদের দেশের মাথা মোটা বুদ্ধিজীবী গুলোর চিন্তার প্রধান লক্ষ্য থাকে সে কতটুকু মিডিয়ার সামনে এসে নিজেকে উপস্থাপন করতে পারবে...আমাদের প্রধান সমস্যা ঐখানেই কেননা আমরা মনস্তাত্বিক সমস্যার চেয়ে বস্তুগত সমস্যাকে বেশি প্রাধান্য দিই...জাতি হিসেবে আমাদের কিছু সমস্যা আছে কিন্তু এই বুদ্ধিজীবী শ্রেণী সেগুলোকে বহিঃবিশ্বের কাছে পণ্য হিসেবে উপস্থাপন করে। যা সত্যিই হতাশাব্যঞ্জক কেননা চিন্তাততে দলীয় প্রাধান্য না দিয়ে বিবেককে প্রাধান্য দিলেই সে সত্যিকার মহা জ্ঞানী হিসেবে অধিষ্ঠিত হতে পারে। কিন্তু এই ভূলটা আমাদের বুদ্ধিজীবীরা প্রায়ই করে। যদিও তাদের সমালোচনা করার অধিকার আমার নেই কিন্তু আমি আমার মতামত প্রকাশের বিন্দুমাত্র কার্পণ্য করবো না...কেননা জাতি হিসেবে বাঙ্গালীত্বকে ধারণ এবং লালন ১৬ কোটি খেটে খাওয়া মানুষ গুলোই করে। যাদের মধ্যে এক চতুর্থাংশই আবার দরিদ্র শ্রেণীর। তাই সর্বপ্রথম প্রতিটি বুদ্ধিজীবীকে মাথায় রাখা উচিত দলীয় চেতনা কি নিজের চেতনা হয়ে যাচ্ছে না কি স্বাধীন বাংলাদেশের ১৬ কোটি মানুষের চেতনা হয়ে যাচ্ছে। চিন্তার ঘরটা বন্দি না করে বরং উন্মুক্ত করতে হবে খেটে খাওয়া মানুষ গুলোর মাঝে তাহলে দেশ তার কাংখিত সোনার বাংলা হয়ে উঠবে অন্যথায় এই সব বুদ্ধিজীবী গুলো দলীয় চেতনায় বুদ হয়ে লুটে পুটে খেয়ে শুধু আহাকারই রাখবে...... 

কোন মন্তব্য নেই: