জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

অগ্নিদগ্ধ মানুষের অধিকার

পোড়া লাশের কাবাব দিয়ে সকালের নাস্তা করার মজাটা বোধ হয় এই দেশের গনতান্ত্রিক রাজনীতিবিদরা ভালো ভাবেই পেয়েছেন...তা না হলে যেখানে ১৮ জনের অধিক মানুষের অগ্নিদগ্ধ হয়ে বাঁচার তীর্ব্র আকুতি জানায় সেখানে এদেশের প্রধান দুই রাজনৈতিক দলের কোন প্রকার ভাবাবেগের উদয় হয়েছে বলে মনে হয় না...হবেও না বলে মনে হচ্ছে কেননা প্রতিদিনের পোড়া মাংসের কাবাবের সাথে মুখোরোচক গনতান্ত্রিক আড্ডা পাশাপাশি কিছু নর্তকীর নরকীয়তা যেন এদেশের গনতান্ত্রিক রাজনীতির প্রধান আকর্ষণ...হয়ত একদিন এই পোড়া মাংসের নাস্তার প্লেটে এদেশের ১৬ কোটি বাঙ্গালীই থাকবে...পোড়া মাংসের নাস্তা শেষে হয়ত একদিন দেখতে হবে এদেশের মানচিত্রও টিস্যু হিসেবে ব্যবহার হচ্ছে...আমি অপেক্ষাতে থাকলাম...কেননা মাংসের স্বাদ দিন দিন বেড়েই চলেছে...তার বড় প্রমাণ সাম্প্রতিক কিছু বছর...যেমনঃ তাজরীন গার্মেন্টসে আগুন, রানা প্লাজা ধ্বস কিংবা নিমতলীর অগ্নিকান্ড...অপেক্ষা করুন পরবর্তী মেনু হয়ত আমি না হয় আপনি...

কোন মন্তব্য নেই: