জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

জীবন না ভালবাসা পুরানো

জীবন না ভালবাসা কে পুরানো এই বির্তকে আমি যেতে চাই না...তবে এতটুকু বলতে পারি যখন থেকে মানুষ তার জীবনকে উপলব্ধি করতে শেখে তখন থেকেই ভালবাসা নামক বিষয়টির আবির্ভাব...কেননা আদিম মানুষের মাঝে জীবন কি এই উপলব্ধি বোধ ছিল না বললেই চলে যদিও তারা যূথবদ্ধ হয়ে খাবার সংগ্রহ করতো তারপরও তারা জীবন নিয়ে ভাবে নি...


কিন্তু সময়ের পরিক্রমায় মানুষ তার জীবন ও অবস্থান নিয়ে ভাবতে শুরু করে ফলে সৃষ্টি হতে শুরু করে আধুনিক জীবন পাশাপাশি মানুষ মানুষের প্রতি বিনয়ী এবং উদার হতে শুরু করে ফলে অপরের ভালবেসে পাশে দাঁড়ানো শুরু করে...আর যার ফল আমাদের বর্তমান সমাজ...যদিও আমাদের চিত্রটা দিনের পর দিন সেই পুরানো আদিম মানুষ গুলোর পর্যায়ে চলে যাচ্ছে তা বোধ হয় সহজের অনুমেয়। কেননা আমরা এখন ভালবেসে মানুষ হত্যা করি, ধর্ষণ করি, শিশু হত্যা করি...মানসিক, শারীরিক নির্যাতন তো আছেই...তাহলে বলুন আমরা কি আমাদের জীবনকে এখন যথার্থ উপলব্ধি করে ভালবাসা ছড়িয়ে দিতে পারছি, না কি আমরা এখন আমাদের অহং দ্বারা চালিত হচ্ছি...যদি মনে করি অহং তাহলে আমাদের ধ্বংস অনিবার্য...আর যদি মনে করি ভালবাসা আছে তাহলে হয়ত ভাল কিছু জীবন থাকবে আমাদের মাঝে...পাশাপাশি সৃষ্টি হবে আরোও কিছু নতুন জীবন...

কোন মন্তব্য নেই: