জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

বর্তমান গণতন্ত্র ও রাজীব হত্যা

বর্তমান গণতন্ত্র শুধুমাত্র অর্থ সম্পদে পরিপুষ্ট মানুষ গুলোর জন্যই নির্ধারিত। যাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই ইংরেজির আধুনিক সংস্করণ VVIP লেন নামক নতুন নতুন দাবি উত্থাপন হচ্ছে রাত দিন। আচ্ছা বলতে পারেন- গণতন্ত্রের চালিকা শক্তি কারা? এদেশে ভোট দিয়ে যারা জনপ্রিয় নেতা নির্বাচন করেন একবুক আশা নিয়ে এরা নাকি যারা গণতন্ত্রকে হাতিয়ার বানিয়ে মধ্যম থেকে নিম্ম শ্রেণির মানুষ গুলোকে নানা আইনের যাতাকলে পিষ্ট করার অভিলাষ দেখায়। 
হ্যাঁ আমি রাজীবের কথা বলছি। সেই সুদূর ভোলা থেকে এসেছিল যান্ত্রিক শহর ঢাকাতে। উদ্দেশ্য ছিল স্বপ্ন বিনির্মাণ, কিন্তু গতকাল (১৬-০৪-২০১৮) রাতে সেই স্বপ্নের মৃত্যু ঘটেছে উদ্দেশ্যহীন রাজনীতির যাতাকলে পরে। কেননা এদেশের আইন রাজীবের জন্য না হলেও আইনের প্রয়োগ ঘটে রাজিবের মত মধ্য কিংবা নিম্ম শ্রেণির মানুষের উপরই। রাস্তার আইন আছে কিন্তু সেই আইন তথাকথিত সেই সব মানুষদের জন্য যারা সর্বদা রাজীবের মত প্রান গুলোকে বেলা শেষে নির্জীব উপহার দিয়ে মত্ত থাকে ভোটের হিসাব কষতে। এদেশে রাজীবের মত মানুষ গুলো স্বপ্ন বিনির্মাণের পথে কখনো কারোর ভিক্ষা প্রত্যাশা করে না, তারা শুধুমাত্র চাই গণতন্ত্রের দেশে আইনের সমানাধিকার। তা না হলে আজ রাজীব, কাল ওমুক পরশু হয়ত আমি কিংবা আপনি এভাবেই রাস্তায় প্রান দিতে থাকবে এই দেশের ভবিষ্যৎ স্বপ্ন দেখা মানুষ গুলো। প্রিয় রাজীব, আপনি উন্নয়নের মহাসড়কে প্রান দিয়ে দেখিয়ে দিলেন উন্নয়নের মহাসড়কের দুর্বলতা। আমি আন্তরিকভাবে প্রত্যাশা করবো রাষ্ট্র এই দুর্বলতা গুলো চিহ্নিত করে খুব শীঘ্রই আন্তরিকভাবে দূর করবে এবং সকলের জন্য সমান আইন প্রতিষ্ঠা করে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।

কোন মন্তব্য নেই: