জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

লিমনের বিষয় ও সরকারের বোধদয়


অবশেষে সরকারের বোধদয় হতে শুরু করেছে বলে আমার মনে হচ্ছেকেননা লিমনের সব মামলা প্রত্যাহার সেই ইঙ্গিতই বহন করেকিন্তু আমার তো মনে হয় সরকার একটু দেরিই করে ফেলেছে...এখন দেখা যাক কতটুকু পারে নিজেদের ভূল গুলো সংশোধন করতেআজ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চাইছিলাম মামলা প্রত্যাহার করা হোককিন্তু কোনো এক কারণে বিষয়টি এগোচ্ছিল নাতবে স্বরাষ্ট্রমন্ত্রীর লিমনের মামলা প্রত্যাহার সম্পর্কে এই কথাটি যে সরকারের চরম দুর্বলতা ও অপরিপক্কতা বহন করে তা বলার অপেক্ষা রাখে নাকেননা একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন কোন এক কারণে বিষয়টি এগোচ্ছিল না তাহলে যে বিষয়টি হাস্যকর হয় তা বোধ হয় মাননীয় মন্ত্রী মহোদয় একবারের জন্যও ভেবে দেখেন নিযদিও এটা তার একার দোষ না কেননা এমন মাননীয় মন্ত্রী অনেক আছেন যাদের ভাবনা আর কাজের মধ্যে যোজন যোজন ব্যবধান যা আওয়ামী লীগ এবং জনগণ এই দুইটির মধ্যে পার্থক্য তৈরি করেছে (পাঁচ সিটি নির্বাচনে পরাজয়) কিন্তু ভাবনা এবং তার কার্যকারীতা যে জনগণ প্রতিনিয়ত প্রত্যাশা করেন তা আওয়ামী লীগ অনেক দেরিতে হলেও বুঝতে পারলোলিমন, ইউনুস, হল মার্ক, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, পদ্মা সেতু দুর্নীতি এবং সর্বোপরি ছাত্র লীগের কর্মকান্ডের বিষয় গুলো যে আওয়ামী লীগের এই অবস্থানে নিয়ে আসার পিছনে মূল ভুমিকা রেখেছে এখন সেইটা উপলব্ধি করতে পারলেই হয়তবে আমাদের বিরোধী দলের যে বাহবা দিবো তা তাদের এহেন কর্মকান্ডের জন্য বোধ হয় সম্ভব নইকেননা মুদ্রার এই পিঠ এবং অপর পিঠ দুই পিঠে যে বড় ধরনের সমস্যা আছে তা স্বাধীনতার পর থেকে বাঙ্গালীরা দেখে আসছে

মোঃ আসাদুল ইসলাম
২য় ব্যাচ, সমাজবিজ্ঞান বিভাগ,
জবি



কোন মন্তব্য নেই: